🌱'ঝরা পালক' কবি জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ। ১৯২৭ খ্রিস্টাব্দে (১৩৩৪ বঙ্গাব্দ) কলকাতার সিটি কলেজে টিউটরের চাকুরী করার সময় জীবনানন্দ দাশ তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেন।
🍁 অন্তরঙ্গ যে কবিতা গুলো জীবনানন্দ আমাদের উপহার দিয়েছেন, তার শুরু ‘ঝরা পালক’ থেকে। এখান থেকে শুরু করে তাঁর চিত্ররূপময়তা অব্যাহত হয়ে বয়ে চলেছে। সময়ের সঙ্গে তাঁর লেখনশৈলী পরিবর্তিত হয়ে এক অনন্য সৃষ্টির প্রকাশ তিনি ঘটিয়েছেন, সে ‘রুপসী বাংলা’ হোক বা ‘বনলতা সেন’ - জীবনানন্দের শিল্পমাধুর্য অক্ষুণ্ণ।
🍂 এই কাব্যগ্রন্থের একটি কবিতা ‘নীলিমা’ সম্পর্কে বিশিষ্ট কবি-সমালোচক বলেছেন- “….. কবিতাটিতে এমন একটি সুর ছিল, যার জন্য লেখকের নাম ভুলতে পারিনি। …..এ চরিত্রবান নতুন কবিকে অভিবাদন জানিয়ে ধন্য হলাম আমরা।”