HomePage blog tools contact
Reviewed on: June 24, 2025
ঝরা পালক by জীবনানন্দ দাশ
ঝরা পালক

Author

জীবনানন্দ দাশ

Genre

Poetry, Nature

First Published

January 1, 1927

Review

🪻 ““ঘুম কুমারীর মুখে চুমো খায় যখন আকাশ;
যখন ঘুমায়ে থাকে টুনটুনি, মধু, মাছি, ঘাস,
হাওয়ার কাতর শ্বাস থেমে যাবে আমলকী সাড়ে,
বাঁকা চাঁদ ডুবে যায় বাদলের মেঘের আঁধারে,
তেঁতুলের শাখে শাখে বাদুড়ের কালো ডানা ভালে।” 🪻


🌱'ঝরা পালক' কবি জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ। ১৯২৭ খ্রিস্টাব্দে (১৩৩৪ বঙ্গাব্দ) কলকাতার সিটি কলেজে টিউটরের চাকুরী করার সময় জীবনানন্দ দাশ তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করেন।

🍂 'ঝরা পালক' কাব্যগ্রন্থের ভূমিকায় জীবনানন্দ লিখেছিলেন:
"ঝরা পালকের কতকগুলি কবিতা প্রবাসী, বঙ্গবাণী, কল্লোল, কালি-কলম, প্রগতি, বিজলি প্রভৃৃতি পত্রিকায় প্রকাশিত হইয়াছিলো। বাকিগুলি নূতন।"

🍁 অন্তরঙ্গ যে কবিতা গুলো জীবনানন্দ আমাদের উপহার দিয়েছেন, তার শুরু ‘ঝরা পালক’ থেকে। এখান থেকে শুরু করে তাঁর চিত্ররূপময়তা অব্যাহত হয়ে বয়ে চলেছে। সময়ের সঙ্গে তাঁর লেখনশৈলী পরিবর্তিত হয়ে এক অনন্য সৃষ্টির প্রকাশ তিনি ঘটিয়েছেন, সে ‘রুপসী বাংলা’ হোক বা ‘বনলতা সেন’ - জীবনানন্দের শিল্পমাধুর্য অক্ষুণ্ণ।

🍂 এই কাব্যগ্রন্থের একটি কবিতা ‘নীলিমা’ সম্পর্কে বিশিষ্ট কবি-সমালোচক বলেছেন- “….. কবিতাটিতে এমন একটি সুর ছিল, যার জন্য লেখকের নাম ভুলতে পারিনি। …..এ চরিত্রবান নতুন কবিকে অভিবাদন জানিয়ে ধন্য হলাম আমরা।”

🌸“প্রিয়ার গালেতে চুমো খেয়ে যায় চকিতে পিয়াল রেণু!
এল দক্ষিণা-কাননের বীণা, বনানীপথের বেণু!
তাই মৃগী আজ মৃগের চোখেতে বুলায়ে নিতেছে আখিঁ,
বনের কিনারে কপোত আজিকে নেয় কপোতীরে ডাকি!
ঘুঘুর পাখায় ঘুঙুর বাজায় আজিকে আকাশখানা,
আজ দখিনার ফর্দা হাওয়ায় পর্দা মানে না মানা!
শিশিরশীর্ণা বালার কপোলে কুহেলির কালো জাল
উষ্ণ চুমোর আঘাতে হয়েছে ডালিমের মতো লাল!
দাড়িমের বীজ ফাটিয়া পড়িছে অধরের চারি পাশে
আজ মাধবীর প্রথম উষার, দখিনা হাওয়ার শ্বাসে!
মদের পেয়ালা শুকায়ে গেছিল, উড়ে গিয়েছিল মাছি,
দখিনা পরশে ভরা পেয়ালার বুদবুদ্‌ ওঠে নাচি!”🌸


Need any help or have a question?
Ask me at: